প্রেস বিজ্ঞপ্তি: গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাতে ফেনীর ট্রাংক রোডে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি-(এবি পার্টি) ফেনী জেলা।
অতিথি হিসেবে উপস্থিত থেকে এবি পার্টির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা ও নেতৃবৃন্দ ঘরে বসে থাকবে না।