1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

গরম ভাতে বিড়াল বেজার, কমিশনের কথায় ডাঃ বেজার।

সম্পাদকীয়।
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডাক্তারদের টাকা দেয়, জামায়াত নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এর বক্তব্যে ক্ষেপলেন এক চিকিৎসক। এটা দিনের আলোর ন্যায় সত্য কথা, ডাঃ তাহের বাস্তবতা তুলে ধরেছেন। ক্ষেপেন আর যাই করেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডাক্তারদের থ্রি পিচ, শাড়ী, থালা বাসন, ফ্রীজ, টিভি, মুখের ক্রীম, ফেসওয়াস, বিস্কুট, ডিম, ডাব এমনকি টয়লেট পেপার পর্যন্তও দেয়। এসব অস্বীকার করতে পারবেন? রোগীদের পেসক্রিপশনের ছবি তোলে না কোম্পানীর লোকেরা? কেন তোলে? বিনিময় হার ঠিক আছে কিনা তা চেক করার জন্য? 

বাংলাদেশের সবাই জানে ডাক্তাররা কোম্পানি থেকে টাকাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে এবং যারা যত বেশি দেয় তাদের ঔষধ ততো বেশি লিখে।

-যদিও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপরোক্ত কথাটি বলেননি তারপরও দূর্নীতিবাজ বাটপার টাইপের কয়েকজন ডাক্তারকে দেখলাম অনুষ্ঠানে একটা হট্টগোল করেছে।

-এদের হট্টগোল প্রমাণ করে এরাই বড় দূর্নীতিবাজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট