"গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অদ্য ১৭ই অক্টোবর শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান আয়োজনে: আল-আকসা হাসপাতাল লিঃ এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, খাজুরিয়া, ফেনী।
আলোচনায় অংশ নেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ জনাব ডা: মুহম্মদ ইকবাল হোসেন সিরাজী, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতাল, ফেনী।
মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট (মেডিসিন) ডা: এস. এম. রিয়াসাদ শাহাবুদ্দিন, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে বক্তাগন গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং উন্নত চিকিৎসার ক্ষেত্রে আল-আকসা হাসপাতাল লিঃ এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর সাপোর্ট নেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান নুরুল আফসার ফারুকী।