ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে প্রতিবেশীর সাথে সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। ১২ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে মাহবুব মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মরহুম মাহবুব মেম্বারের সহধর্মিণী।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জাহানারা বেগম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের আত্নীয় পরিচয়ে একজন জানান, দুর্বৃত্তরা তাকে ইট-পাটকেল নিক্ষেপ করে খুন করেছে। এই বাংলার মাটিতে এই খুনিরা যেন কোন ভাবে ছাড় না পায়।