তিলোত্তমা সংঘ কর্তৃক আয়োজিত "ডে-নাইট শর্টপিচ" ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ইং এর খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অদ্য ০৪/০৪/২০২৫ ইং রোজ শুক্রবার উত্তর ফাজিলপুর লস্করতালুক নূরাণী মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এয়ার আহাম্মদ পেয়ার, সাবেক সভাপতি, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব নূরুল আমিন, সাবেক সভাপতি, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন ওলামা দল।
জনাব মুর্শিদ উল্ল্যাহ লিটন, সাবেক অর্থ সম্পাদক, জেলা যুবদল, ফেনী।
জনাব সজীবুল ইসলাম পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, ফেনী জেলা ছাত্রদল।
জনাব কামরুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য, সদর উপজেলা যুবদল, ফেনী।
জনাব রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, যুগ্ম সাঃ সম্পাদক, এ বি পার্টি, ফেনী জেলা।
খেলা পরিচালনা করেন জনাব ওমর ফারুক ভূইয়া, যুগ্ন আহবায়ক, সেচ্ছাসেবক দল, ফাজিলপুর।
সার্বিক সহযোগিতায় সেলিম, মামুন, রাসেল, দেলোয়ার, জয়নাল, আলাউদ্দিন, ইব্রাহিম, সোহান, আব্দুল সহ এলাকার সর্বস্তরের যুব সমাজ।
সভাপতিত্ব করেন জনাব এরশাদ উল্ল্যাহ রিপন, সহঃ সাঃ সম্পাদক, লস্করতালুক সমাজ পরিচালনা কমিটি, ফাজিলপুর, ফেনী।
আয়োজনে: তিলোত্তমা সংঘ, লস্করতালুক, ফাজিলপুর, ফেনী।
শুভেচছান্তেঃ ল্যান্ড সলিউশন, ফাজিলপুর, ফেনী।