নিজস্ব প্রতিবেদক, ফাজিলপুর।
ফেনী সদর ফাজিলপুর ইউনিয়নে দ্বীনি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ উত্তর ফাজিলপুর লস্করতালুক "মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া" নূরানী তৃতীয় শ্রেণি সমাপনী পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের কেন্দ্রীয় পরীক্ষায় এই প্রতিষ্ঠানটির দুইজন শিক্ষার্থী সারা বাংলাদেশের মেধা তালিকায় 'টপ টেন'এ স্থান করে নিয়ে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
এক নজরে পরীক্ষার ফলাফল:
সারা বাংলাদেশে টপ টেন: ২ জন (৯ম স্হান), A+ ১২ জন, A গ্রেড ১৬ জন, A- গ্রেড ০২ জন, B গ্রেড ০২ জন,C গ্রেড ২ জন।
মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, সঠিক পাঠদান পদ্ধতি, ওস্তাদদের আন্তরিক তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্য।