আসালামু আলাইকুম।
প্রিয় দেশ ও প্রবাসী দ্বীনি ভাই বোনেরা। আপনারা জানেন ফেনী সদর উপজেলার ফাজিলপুরে অবস্হিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া", উত্তর ফাজিলপুর (লস্করতালুক), ফেনী সদর, ফেনী। উক্ত মাদ্রাসায় ১২ জন প্রশিক্ষিত হাফেজ, নূরানী ও জেনারেল শিক্ষক এর নিবিড় তত্ত্বাবধানে প্রায় চারশত ছাত্রছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহন করে। এখানে নূরানী, হিফজ ও দাখিল ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু আছে। আগামী ২০২৬ সালের জানুয়ারী থেকে সপ্তম শ্রেনী চালু করার ইচ্ছা আছে, যা পর্যায় ক্রমে দশম শ্রেনী পর্যন্ত উন্নীত হবে। এখানে ভবন সমস্যা অত্যান্ত প্রকট। সপ্তম শ্রেণী চালু করতে হলে নূরানী বিভাগের ৩য় তলার ছাদ ঢালাই ও রুম তৈরির কাজ করতে হবে। প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা সাদাকায় জারিয়ায় অংশ গ্রহণ করুন। আল্লাহ সকলের মঙ্গল করুন, আমিন।