প্রেস বিজ্ঞপ্তি, ১৬/১২/২০২৫
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া-তে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিল:
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা বিশেষ কোরআন খতম সম্পন্ন করেন। এরপর অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
বিজয় র্যালি ও কুচকাওয়াজ:
ভোর থেকেই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে একটি বর্ণাঢ্য 'বিজয় র্যালি' বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।
ক্রীড়া প্রতিযোগিতা:
বিজয় দিবসকে আনন্দময় করে তুলতে শিক্ষার্থীদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক তাঁর বক্তব্যে বলেন, "আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতেই এই আয়োজন। কোরআন ও সুন্নাহর শিক্ষার পাশাপাশি দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে আমাদের সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সবার মাঝে মিষ্টি ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।