ফেনীর দাগনভূঁঞায় নূরানী শিক্ষার্থীদের মেধা যাচাই ও মানোন্নয়নের লক্ষ্যে 'মাজলিসে ইশায়া'তে দ্বীনে হক্ক' আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে উত্তর ফাজিলপুর লস্করতালুক "মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া"। প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ জন শিক্ষার্থী সর্বোচ্চ সম্মান 'টপ ট্যালেন্টফুল' স্থান অর্জন করেছে। এছাড়া ৯ জন 'মেধা বৃত্তি' এবং ৯ জন শিক্ষার্থী 'সাধারণ বৃত্তি' লাভ করেছে। এর মধ্যে দ্বিতীয় শ্রেণির ৭ জন এবং তৃতীয় শ্রেণির ১২ জন শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেছে।