1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

ফাজিলপুরে TCB (টিসিবি) এর পন্য বিতরনে ধীর গতি, রমজান ও গরমে মানুষের দুর্ভোগ চরমে।

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদে অদ্য ০৮/০৩/২৫ ইং রোজ শনিবার টিসিবি’র কার্ড ধারী ব্যাক্তিদের মধ্যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় চলছে। সকাল থেকে শুরু হওয়া এ কাজে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত আশানুরুপ অগ্রগতি হয়নি। আগে ইউনিয়নের তিনটি ওয়ার্ড মিলে একটি পয়েন্টে বিক্রয় করা হতে। A ওয়ার্ডে ১,২,৩  B ওয়ার্ডে ৪,৫,৬ এবং C ওয়ার্ডে ৭,৮,৯ এর পন্য বিতরন করা হতো। এবার প্রথম বারের মত ফ্যামিলি কার্ড স্ক্যান করে পন্য বিতরন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল এর মাধ্যমে স্ক্যান করতে গিয়ে দেখা গেছে সার্ভার স্লো , ফলে ধীর গতিতে কাজ চলছে। অপর দিকে পুরো ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের মোট ১৪০৮ কি কার্ড এর পণ্য একই দিনে বিতরন, তাও আবার রোজার দিনে, তাও আবার সার্ভার স্ক্যান করে- এটা একটু কষ্টসাধ্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে রোজাদার মা-বোন সহ বয়স্ক মানুষ গুলো প্রচন্ড রোদে, লাইনে দাড়িয়ে যথেষ্ট কষ্ট পাচ্ছে। বাজার মূল্যের সাথে তুলনা করলে দুই-তিন শত টাকা বাঁচাতে গিয়ে যে পরিমান সময় ব্যায় হচ্ছে, যে পরিমান কষ্ট হচ্ছে তা বড়ই বেমানান। তাই দায়িত্বশীল কর্তাব্যাক্তি গনের এ ব্যাপারে সু-দৃষ্টি প্রয়োজন। দুপুর ২টা নাগাদ ফেনীর UNO মহোদয়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত, কার্ড স্ক্যান করে পন্য বিতরন ছাড়া কোন বিকল্প নেই। তবে সার্ভার স্লো’র ব্যাপারে আমি কথা বলে দিচ্ছি, সার্ভার এর গতি  বাড়িয়ে দিবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira