আজকের হট টপিক, ওয়াসার অস্থায়ী আউটসোর্সিং নিয়োগের পুরো ফাইলটি হাতে পেলাম। সারাদিন গালি খেলো সমন্বয়করা। পুরো লিস্ট খুলে দেখি ১৫০ জনের মধ্যে ৪০ জনের মতো ছাড়া বাকি সবাইকে সুপারিশ অন্য রাজনৈতিক দল, সচিব, ডিএমডি, বিগ্রেডিয়ার, বড় বড় অফিসাররা।
এখানে বলে রাখি, আমি কোনো নিয়োগে রেফারেন্সে সুপারিশের পক্ষে না এবং এগুলোকে সমর্থনও করি না।
সাংবাদিক ভাই এবং আম ব্যাপারি কৌশলে এদের সবার নাম হাইড করে দিলেন কেন? এরাওতো সবাই সুপারিশ করেছে। নাকি এদের কারোটা অনৈতিক না?
ওয়াশার এই অস্থায়ী পোস্টগুলোতে কোনো নিয়োগ পরীক্ষা হয় না। ১৪-১৫ তম গ্রেডের পোস্ট বেশিরভাগ। কিন্তু শুনেছি, দুর্নীতি করার সুযোগ আছে এসব পোস্টে। নতুন দলের নেতা-সাবেক সমন্বয়করা বুঝতেছে না, তাদের দিকে মিডিয়ার কতো ক্যামেরা তাক করানো আছে। আজকের ঘটনাই দেখেন, অধিকাংশ পোস্ট গুলোতে সুপারিশ করেছে কত পক্ষের মানুষ, কিন্তু গালি খাচ্ছে শুধু নতুন দলের নেতারা।
এদিকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্স জনবল নিয়োগ দানকারী কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্স জনবল নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গতকাল এক ফেসবুক পোস্টে বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটি স্বল্প সময়ের চাকরি। সংকটময় মুহূর্তে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এই ঘটনা নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা করছে।
ওয়াসায় বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই নিয়োগের খবরটিতে, কে, কোথায়, কোন পদে, কবে, কীভাবে নিয়োগ পেয়েছে এসব প্রশ্নের জবাব নেই। একটি তালিকা দেখিয়েছে, যাতে কিছু নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যাশিত পদ এবং রেফেরেন্সের নাম রয়েছে। পরে খবর নিয়ে জানলাম, লোক সাপ্লাই করা ঠিকাদার বিভিন্নজনের রেফারেন্সে লোক দিয়েছে। যা অপরাধ নয়। ঠিকাদার কীভাবে, কাকে সাপ্লাই দেবে, তা তার ব্যাপার।
সরকারি স্থায়ী ও অস্থায়ী, প্রকল্প নিয়োগে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হয়। দৈনিক মজুরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে কাজ নাই মজুরি নাই আর আউটসোর্সিংয়ে নিয়োগে বিজ্ঞপ্তি ও পরীক্ষা হয় না।