1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ফেনী সদর হাসপাতালে এন.এস.আই ও পুলিশের যৌথ অভিযান। ১০ দালাল আটক।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

২৫০ শয্যা বিশিষ্ঠ ফেনী সদর হাসপাতালে দালালদের কারসাজি নতুন নয়। কিন্তু দিন যত যাচ্ছে, তাদের দৌরাত্ম্য বাড়ছে। দালালরা ছাড়াও প্রতাপ দেখাচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিরা। এসব কারণে হাসপাতালের পরিবেশ-পরিস্থিতি চরম অস্বস্তিকর হয়ে উঠছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেনী সদর হাসপাতালের মূল গেইট, জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড সহ প্রতিটা ডাক্তারের চেম্বারের সামনেই দালাল চক্র ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তৎপর।

আজ ২০শে মার্চ ২০২৫ এন.এস.আই ও পুলিশের যৌথ অভিযানে ১০ দালাল আটক করা হয়। পরে ফেনীর নির্বাহী ম্যাজিষ্টেট জনাব আলা উদ্দিন ঘটনাস্হলে উপস্থিত হন। আটককৃত ১০ জন হলেন

১। বাহার, লক্ষীয়ারা, মোটবী।

২। গোলাম কিবরিয়া শাহীন, আনন্দপুর।

৩। শুসান্ত নাথ, তুলাবাড়িয়া।

৪। জহির উদ্দিন, বিরিঞ্জি, ফেনী।

৫। আবদুল লাতিফ, বালীগাঁও, ফেনী।

৬। মোয়াজ্জেম হোসেন, ফুলগাজী।

৭। টুটন চন্দ্র মজুমদার, ফাজিলপুর।

৮। জাকির হোসেন, কালিয়া, নড়াইল।

৯। বৈদ্যাসের বৈদ্য, ফুলগাজী।

১০। আবু সুফিয়ান, চৌদ্দগ্রাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira