1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে হেলথ কার্ড ও বিশেষ অনুদান প্রদান।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আজ ২৭ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ৫৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২,৯০,০০০/- (দুই লক্ষ নব্বই) টাকা ও হেলথ কার্ড প্রদান করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশে সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

গত কাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এ সময় অভ্যুত্থানে আহত দুজন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

হেলথ কার্ডের উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই হেলথ কার্ড থাকার অর্থ হলো এক বছর পরে হোক, দুই বছর পরে হোক যেকোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে কার্ড ধারীরা চিকিৎসা পাবেন। এই কার্ড সব সময়ই থাকবে।’

তিনি বলেন, ‘জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা করব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। তবে এর পাশাপাশি জুলাইয়ে আহত যোদ্ধাদের মানসিক ভাবে, সামাজিক ভাবে পুনর্বাসন করার বিষয়ে আমাদের ভাবতে হবে। এটাকে গুরুত্ব দিতে হবে। মানুষ গুলো যেন আনন্দে তাদের জীবনযাপন করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira