মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা…??
তাই সকল মানবতার ফেরিওলাদের নিকট আমাদের আকুল আবেদন…
সবাই যার যার সাধ্যমতো একজন এক্সিডেন্ট হওয়া CNG Driver কে বাচানোর জন্য সহযোগিতার হাত বারিয়ে দিন।
উত্তর ফাজিলপুর কলাতলী ৫নং ওয়ার্ডের আকবর পাটোয়ারী বাড়ির সিএনজি ড্রাইভার সবার পরিচিত মুখ নুরুল আফসার মারাত্মক এক্সিডেন্ট করে (জোনাকি পরিবহন চাপা দিয়ে চলে যায়)। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছে। তার মাথায় বড় ধরনের ইনজুরি এবং খাদ্য নালী ছিড়ে গেছে। আজকে বড় একটা অপারেশন হয়। ডাক্তারদের ভাষ্যমতে চিকিৎসা প্রায় ৬ থেকে ৭ মাস চলমান থাকবে এবং আরও দুই একটা অপারেশন করা লাগতে পারে। তার সিএনজি অবস্থা একেবারে শেষ। দেশবাসী, এলাকাবাসী এবং প্রবাসী সবার সর্বাত্মক আর্থিক সহযোগিতা কামনা করছি।
প্রয়োজনীয় তথ্য ও আর্থিক সহযোগিতার জন্য বিকাশ নং
রেজাউল করিম ০১৮৭১৬৮৪৫৬০
আজমল হক রিপন ০১৮৭৯৫৩৪৩৩৩
সহিদ (TVS) (০১৬৪৩৬৭৭১৩০