ভ্রাম্যমান প্রতিনিধি, কলাতলী।
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কলাতলী বাজারের পাশে জনাব মিঠুন ভূঁইয়ার পরিচালনাধীন হাইচ ঢাকা মেট্রো চ ৫৬৪৪৭৯ গতকাল রাত ২.৩০ মিনিটে রাতের আধারে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। কে বা কাহারা এই ন্যাক্কর জনক কাজ করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্হানীয় সূত্র বলছে গাড়ীর প্রকৃত মালিক জনৈক জিয়া, বাড়ী ছনুয়া। কার সাথে শত্রুতার জের ধরে গাড়ীতে আগুন দিলো দুর্বৃত্তরা। মালিক জিয়া নাকি পরিচালক মিঠুন? কাদের আগুন সন্ত্রাসের শিকার মিঠুন? দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছে এলাকাবাসী। মিঠুন এর বাড়ী কলাতলী সমাজের ওসমান আলী ভূঁইয়া বাড়ী।