1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

কালো টাকা/অবৈধ টাকা বাতিল করন।

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

কালো টাকা! টাকা কি কখনও কালো হয়? টাকার অর্থাৎ নোটের নানা রকমের রঙ হতে পারে। তবে এটি সত্যি, পৃথিবীর কোথাও কালো টাকা নেই। কিন্তু কালো টাকার কথা হরহামেশাই শোনা যায়। আর বাজেট এলে খুব বেশি আলোচনা হয় কালো টাকা নিয়ে। কালো টাকা মানে অবৈধভাবে অর্জিত কিংবা অপ্রদর্শিত টাকা।

অবৈধভাবে অর্জিত সব টাকাই কালো টাকা। আবার বৈধভাবে উপার্জিত অর্থ যেটা কর দেওয়া প্রক্রিয়ায় সংযুক্ত হয়নি, সেটাও কালো টাকা। কালো টাকার পাহাড় গড়ে তোলে আসলে দুষ্কৃতকারী, কালোবাজারি, কর ফাঁকিবাজ ও আন্ডারগ্রাউন্ডের দুষ্ট লোকজন।

কালো টাকার লেনদেনের সঙ্গে যারা যুক্ত তাদের নানা রকমের চক্র আছে। ব্যবসায়ী, চোরাকারবারি ও ঘুষখোর, মানব পাচারকারীরা এর সঙ্গে যুক্ত। এরা লোভী। এদের একমাত্র উদ্দেশ্য, সম্পদ ও অর্থ কুক্ষিগত করা। এরা অর্থলোভী এবং ‘কালো টাকার কালো মানুষ’।

আমরা এখন আসতে পারি সাদা টাকার আলোচনায়। সাদা টাকা আসলে কী? বৈধভাবে উপার্জিত এবং কর পরিশোধিত অর্থই সাদা টাকা। অনেক সময় বৈধভাবে উপার্জন করেও আপনি কালো টাকার ফাঁদে পড়ে যেতে পারেন। যদি না সে টাকার কর পরিশোধ না করেন। সুতরাং সম্পদ এবং অর্থের সব তথ্য সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করে একজন সাদা টাকার মালিক ঝুঁকিমুক্ত থাকতে পারেন।

পেশাজীবীদের অপ্রদর্শিত আয়ের অর্থও কালো টাকা। যেমন ডাঃ, ইন্জিনিয়ার, উকিল, সার্ভেয়ার ইত্যাদি প্রাইভেট প্রাকটিস করেন। যদি কোনো পেশাজীবি সেই অর্থ আয়কর রিটার্নে না দেখান, তা হলে সেটি কালো টাকায় পরিণত হয়।

আবার চাঁদাবাজি, ঘুষ, অবৈধ বানিজ্যের সাথে জড়িয়ে অর্জিত অর্থও কালো টাকা, যা অধিকাংশ সময় ব্যাংকে যায় না। বিভিন্ন সময়ে বস্তা বস্তা টাকার খবর পাওয়া যায়, আইন শৃংখলা বাহিনী বস্তা ভর্তি, আলমারি ভর্তি টাকা উদ্ধার করে,  তা সবই কালো টাকা। সরকারের উচিত বাজেটে অপ্রদর্শিত সকল কালো টাকা বাতিল করা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira