সম্পাদক, ভয়েস অব ফেনী।
“আয়সা” ঢাকা শিক্ষা বোর্ডল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। বাবা বেঁচে নেই। সকালে মা স্ট্রোক করে, তাই দায়িত্ব নিতে হয় মেয়ে টিকেই। মাকে হাসপাতালে রেখে দৌঁড়ে পৌঁছায় মীরপুর বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে। কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে। তাই তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। কেন এই বস্তাপচা নিয়ম? আজকের এই ঘটনা অত্যান্ত হৃদয় বিদায়ক। এই মানসিক অবস্থায় মেয়েটি যে পরীক্ষায় অংশ নিতে গেছে এটাই তো বড় পরীক্ষা এবং সেই দায়িত্বশীলতার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে।
“আইন মানুষের জন্য – মানুষ আইনের জন্য নয়”। আমরা চাই না এমন বস্তাপচা নিয়মে মানুষ ভেঙে পড়ুক। চাই না নতুন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থায় একটি মেয়ে হারিয়ে যাক…..
অবশ্যই এর সমাধান শিক্ষা বিভাগকে দিতে হবে এবং বিশেষ ব্যবস্থায় মেয়েটির পরিক্ষা নিতে হবে। এটি নতুন বাংলাদেশে সময়ের দাবী।