ট্রাক্টর দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে এটা সত্যি। আধুনিক কৃষিভিত্তিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। কিন্তু ট্রাক্টর মালিক ও পরিচালকদের কয়েকটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি।
রাস্তায় ট্রাক্টর এর কাদা ফেলবেন না, এতে রাস্তা পিচ্চিল হয় এবং দূর্ঘটনার হার বৃদ্ধি পায়।
রাস্তা থেকে জমিতে ট্রাক্টর নামানোর জন্য যেখানে সেখানে গাছ কাটবেন না।
রাস্তার সাইটের মাটি কাটবেন না, এতে রাস্তা নষ্ট হয়, ভেঙ্গে যায়।
জমিতে চাষের সময় মাছ ধরার জন্য কিছু লোক ব্যস্তহয়ে পড়ে – এতে দূর্ঘটনার সম্ভাবনা থাকে, এ দিকে খেয়াল রাখবেন।
এক জমি থেকে অন্য জমিতে ট্রাক্টর নেওয়ার সময় অন্য জমির ফসল নষ্ট করবেন না।
পাকা রাস্তায় চলার সময় লোহার চাকা ব্যবহার করবেন না, এতে রাস্তার পিছ নষ্ট হয়।