জরুরি ঘোষণা: শিশুদের জন্য বিনামূল্যে সরকারি টাইফয়েড টিকা!
আগামি ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম। খুব শীঘ্রই সরকারিভাবে বিনামূল্যে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে।
কারা পাবে: ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু।
জরুরি প্রয়োজন: এই টিকা পেতে হলে একটি জিনিস কিন্তু লাগবেই – আর তা হলো শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ। যাদের ডিজিটাল জন্মনিবন্ধন নেই, দ্রুত করিয়ে নিন।
আপনার এলাকায় টিকার সময়সূচি ঘোষণা হওয়া মাত্রই আপনার বাচ্চাকে জন্মনিবন্ধন সনদসহ নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান।
আসুন, আমাদের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখি।