জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাই জি এম কাদেরকে সরিয়ে রেখেই জাতীয় সম্মেলনে মিলিত হয়েছেন দলটির নেতারা।
কাদেরবিরোধী অংশের এই সম্মেলন জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম, মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
ঐক্যের ডাক দিয়ে আনিসুল ইসলাম মাহমুদ শুক্রবার বলেছিলেন, “এখানে (সম্মেলনে) ভাগাভাগির কোনো প্রশ্নই নাই। এটা এরশাদ সাহেবের ১২ নম্বর নিবন্ধিত জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সম্মেলন।”
চুন্নুর ভাষ্য, তাদের এ সম্মেলন ‘আত্মশুদ্ধি এবং গণতান্ত্রিক নেতৃত্ব পুনর্গঠনের’ সম্মেলন। জাতীয় পার্টি নিয়ে সম্প্রতি ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছিল, সেই দল সম্মেলনের মাধ্যমে ‘দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ঐক্যের’ বার্তা নিয়ে দেশবাসীর সামনে ‘নতুন করে আত্মপ্রকাশ করছে’ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ৭ জুলাই সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের ১০ নেতাকে অব্যাহতি দিয়েছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।