ফেনী জেলার লেমুয়ার কৃতিসন্তান আমাদের গর্ব, সারা দেশ থেকে নির্বাচিত ৪ জন ডাক্তার এর একজন হিসেবে “অন দি গ্রাউন্ড” নেতৃত্বের স্বীকৃতি হিসেবে, সেবার পরিধি ও মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত সাফল্যের পুরস্কার হিসেবে QI (Quality Improvement) সম্মাননা পেয়েছেন।
ডাক্তার এ এন এম মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি। তিনি ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে তত্ত্বাবধায়ক হিসাবে কর্মরত আছেন।
ভয়েস অব ফেনী’র পক্ষ থেকে জনাব ডাক্তার এ এন এম মিজানুর রহমান এর জন্য শুভকামনা ও অভিনন্দন।