1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

মান্দায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

হাবিব আমজাদ, মান্দা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে জবাই করে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন- কে ইট দিয়ে মাথা থেতলা করে হত্যা চেষ্টার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল সাংবাদিকের নিরাপত্তার দাবিতে নওগাঁর মান্দা উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

১০ আগষ্ট রবিবার সকাল ১০টায় মান্দা উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলার প্রধান গেটের সামনে প্রসাদপুর বাজার তিন মাথার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সাংবাদিকরা কর্মসূচি পালন করেন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখার সভাপতি সম্রাট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম সবুজ, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি, আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সহ-সভাপতি সোহেল রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখার সদস্য মোঃ ওয়াসিম রাজু, মোঃ আবুল কাশেম আকাশ, মান্দা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাফিউল ইসলাম রকিসহ মান্দার আইডিয়াল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, তারা কারও শত্রু নন। তারপরও যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হত্যা করা হয়, তা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আমরা চাই এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়।

সাংবাদিক সমাজের নেতারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে সমগ্র সাংবাদিকতার ওপর আঘাত। তাই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয়-যেন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হয়, যাতে আগামী প্রজন্মের সাংবাদিকরা ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন। উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন। গত সপ্তাহে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন, যা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ ও শোকাহত করেছে।

মানববন্ধন শেষে তিন মাথা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira