1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত

হাবিব আমজাদ, নওগাঁ প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ (১২ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। তিনি বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারীতে অগ্রগতি”।

বিশেষ অতিথির বক্তব্যে মান্দা উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক বলেন, “যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে। আমাদের তরুণদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।

তাহলে তারা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের সার্বিক অগ্রগতিতেও অবদান রাখতে পারবে।”

সভাপতি আব্দুল মালেক বলেন, “যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে। আমাদের তরুণদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।

তাহলে তারা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের সার্বিক অগ্রগতিতেও অবদান রাখতে পারবে।”

বক্তারা তাদের বক্তব্যে দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি জ্ঞান অর্জন এবং সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে দেশের যুবসমাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© ভয়েস অব ফেনী
Developer By Zorex Zira