1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ছনুয়া ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিবাচিত হলেন জনাব এ.বি.এম. এমরান।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ছনুয়া ফাজিলপুর উচ্চ বিদ্যালয়” EIIN 106573 এর এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন- জনাব এ.বি.এম. এমরান। গত ১৩/০১/২৫ ইং স্মারক নং ২.৩৭.১৩,००००.২১২.২২.৩৩.২৫.৬০৪৫, বিদ্যালয় পরিদর্শক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক এই মনোনয়ন প্রদান করা হয়। জনাব এ.বি.এম.এমরান “হাজী জান বক্স ভূঁইয়া” বাড়ীর কৃতি সন্তান। তিনি তাঁর কর্মজীবনে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এ ছাড়া বর্তমানে তিনি নুরুন নাহার মনি দাতব্য চিকিৎসালয় এবং আবুল বশর চৌধুরী হিফজ ও এতিমখানার পরিচালক।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু করা হয় এবং ইস্যু তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হলো।

জনাব এ.বি.এম.এমরান, বোর্ড কর্তৃক মনোনীত – সভাপতি।

জনাব রাসেদা আক্তার খানম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পদাধিকার বলে- সদস্য সচিব।

জনাব মোঃ ইব্রাহিম, শিক্ষক প্রতিনিধি, সদস্য।

জনাব ফিরোজ আলম, অভিভাবক প্রতিনিধি, সদস্য।

এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট