
তমিজ উদ্দিন চৌধুরী,
সম্পাদক, ভয়েস অব ফেনী।
আমরা ২০১৪ সালের নির্বাচন দেখেছি, আমরা ২০১৮ নির্বাচন দেখেছি, আবার ২০২৪ এর নির্বাচন ও দেখেছি। সুতরাং নির্বাচন নিয়ে আর যদি পায়তারা করার চেষ্টা করা হয়, বাংলার ছাত্র-জনতা তা মেনে নিবে না। সেটা আমরা শক্ত হাতে প্রতিহত করবো, ইনশাআল্লাহ। আমরা চাই – প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার নির্বাচন। সেই নির্বাচনে জনগণ ঈদের আনন্দের মত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। এক মাস সিয়াম সাধনা বা রোজা রাখার পর আসে ঈদের দিন। যার রোজা নেই, তার ঈদও নেই। ঠিক তেমনি ভাবে যিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তার ভোট দানের অধিকার নাই। এই তিন কুলাঙ্গার এর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এদের ভোট দানের কোন অধিকার নাই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসাবে- কাজী রকিবউদ্দীন আহমেদ- জন্ম ০৯/০২/২০১২ মৃত্যু ০৯/০২/২০১৭, কে এম নূরুল হুদা- জন্ম ১৫/০২/২০১৭ মৃত্যু ১৪/০২/২০২২, কাজী হাবিবুল আউয়াল- জন্ম ২৭/০২/২০২২ মৃত্যু ০৫/০৯/২০২৪
এদের ভোট দানের কোন অধিকার নাই।