1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ফাজিলপুর W.B কাদরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সোহরাব।

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ফাজিলপুর W.B কাদরী উচ্চ বিদ্যালয়” এর এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন- ফাজিলপুর আব্দুল মুন্সী সমাজের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মহিউদ্দিন সোহরাব। গত ০৯/০১/২৫ ইং স্মারক নং ২.৩৭.১७.००००.२०२.२२.७७.২৫. ৫৯৯৪, বিদ্যালয় পরিদর্শক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক এই মনোনয়ন প্রদান করা হয়। জনাব মোহাম্মদ মহি উদ্দিন সোহরাব “ফাজিলপুর সমিতি-ঢাকা” এর কার্য নির্বাহী কমিটির সদস্য। ফাজিলপুর আব্দুল মুন্সি সমাজ এবং আব্দুল মুন্সি মসজিদ কমিটির বর্তমান সভাপতি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু করা হয় এবং ইস্যু তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হলো।

জনাব মোহাম্মদ মহিউদ্দিন সোহরাব, বোর্ড কর্তৃক মনোনীত – সভাপতি।

জনাব হারুন অর রশিদ, পদাধিকার বলে-সদস্য সচিব।

জনাব নেপাল চন্দ্র দাস, শিক্ষক প্রতিনিধি, সদস্য।

জনাব হেদায়েত উল্যাহ, অভিভাবক প্রতিনিধি, সদস্য।

এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট