
জ্বি, ঠিকই শুনছেন। যেখানে ভাল কাজ শুরু হয়, সেখানে বদলির বদলির আদেশ পৌঁছে যায়। আচ্ছা, জনপ্রসাশন মন্ত্রনালয় কি কাজের মেরিট বুজে না? নাকি লেনদেন ঠিক মতো হলেই নতুন আদেশ জারি করে বসে ?
জ্বি, বলছিলাম ফেনীতে সদ্য সাবেক ডিসি সাইফুল ইসলাম এর কথা। ফেনীর আর্বজনা (অবৈধ ভাবে দখল করা জায়গা ও ফুটপাত) পরিস্কার করে বাহবা পাচ্ছিলেন এবং ঘোষণা দিলেন বানিজ্যিক ভবনের নিচের পাকিং গুলো উদ্ধার করবেন ঠিক তখনি আদেশ জারি হলো তাকে চট্টগ্রামের ডিসি ও জেলা ম্যাজিষ্টেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ভালো কাজ করলে প্রমোশন হবে ভালে কথা, আমরাও চাই সাইফুল সাহেব ভালো থাকুন, কিন্তু ভালো কাজটা শেষ করার সময়তো দিতে হবে! নাকি টাকার বস্তার নিকট বিক্রি হয়ে গেছে জন প্রসাশন মন্ত্রনালয়। বিশ্বস্ত সূত্র জানিয়েছে এর পেছনের কারিগর ফেনীর ভবন মালিকদের সংগঠন, ব্যবসায়ী সমিতি ও অবৈধ দখলদার ও চাঁদাবাজদের কালো হাত।
সাইফুল ইসলাম এর তত্বাবধানে যে সকল কাজ শুরু হয়েছিলো আশা রাখছি নতুন ডিসি মনিরা হক সেই ধারা অব্যাহত রাখবেন এবং যে সকল কাজ এখনো শুরু হয়নি তাও অতিদ্রুত শুরু করবেন। সর্বোপরি বলতে চাই, প্রশাসন যাতে কখনো রাজনৈতিক দলের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে না যায়, তাহলে জনকল্যাণমুখী কাজে জনগণই সবসময় পাশে থাকবে।
ফেনীর নতুন জেলা ডিসি মনিরা হককে স্বাগত জানাই এবং চট্টগ্রামে বদলি হওয়া সাইফুল ইসলাম এর জন্য শুভকামনা।