
ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ফাজিলপুর উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ অত্যান্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। সাধারন অভিভাবক সদস্য পদে ৪টি পদের বিপরীতে ৫জন প্রতিদ্বন্ধিতা করে। প্রাপ্ত ফলাফলে মোঃ মিরাজ উদ্দিন ২৯২ ভোট পেয়ে ১ম হয়েছেন, মাহবুবুল হক ২৬৮ ভোট পেয়ে ২য়, আরিফ হোছাইন ২৫৯ ভোট পেয়ে ৩য়, মো: শাহবাজ ২৪৫ ভোট পেয়ে ৪র্থ স্হান অধিকার করে।
ছৈয়দ বজলুল হক ১০৫ ভোট পেয়ে পরাজিত হন। তিনি ইতিপূর্বে দুই বার অভিভাবক সদস্য ছিলেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার, ফেনী সদর, ফেনী।