
আওয়ামী লীগ একটি পুরোনো দল। তাদের আছে একটি শক্তিশালী ভোট ব্যাংক। এবারের নির্বাচনে যারা এই ভোট নিজেদের করতে পারবে তাদের বিজয় অনেকটা নিশ্চিত থাকবে। আপনি বলবেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। হাঁ তাদের সিনিয়ররা পালিয়েছে, জুনিয়ররা আত্মগোপনে আছে, কিন্তু সাধারণ সমর্থক ভোটার কোথাও যায়নি। তারা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে তারাই হবে জয় পরাজয় এর মাধ্যম। তবে কি বিষয়টা অনুধাবন করেই রাজনীতির মাঠে বক্তব্য দিচ্ছেন মির্জা পরোয়ার এর মতো নেতারা। তবে কি এই ভোটের লোভেই মির্জা পরোয়ার নেতারা জাতির সাথে / শহীদের রক্তের সাথে বেইমানি করছে ? যদি তাই হয় জাতি তোমাদের ক্ষমা করবে না, ইতিহাস তাই বলে।