1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

চিকেন পক্স এর লক্ষণ, করনীয় ও চিকিৎসা।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

চিকেন পক্স একটি ভাইরাস জনিত রোগ। ছোট বড় সবার এই রোগ হতে পারে, তবে শিশুদের একটু বেশী হয়। Varicella Zoster Virus এর কারনে এই রোগ হয়ে থাকে।

ছোট ছোট র‍্যাশ উঠবে, পানি থাকবে, চুলকানি হবে। এটি ছোঁয়াছে রোগ এবং বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এক বার এই ভাইরাসে আক্রান্ত হলে তা সারাজীবন শরীরে থাকে। পরবর্তী জীবনে পুনরায় সক্রিয় হতে পারে যা দাদ নামে পরিচিত। এটি অত্যান্ত বেদনাদায়ক অবস্থা সৃষ্টি করে।

গরমের শুরুতে এই রোগের পার্দুভাব একটু বেশী দেখা দেয়। চলতি মাসে এই চিকেন পক্স এর আক্রমন এর হার বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসা নিলে ৭-১০ দিনের মধ্যেই সুস্থ হওয়া সম্ভব।

এ রোগে আক্রান্ত রোগীকে আলাদা রাখতে হবে। থালাবাসন, কাপড়চোপড় সহ রোগীর ব্যবহৃত সকল জিনিষ গরম পানিতে ধুয়ে দিতে হবে।

রোগী মাছ-মাংস ডিম-দুধ সহ স্বাভাবিক সকল আবার খাবে। তবে ভিটামিন সি জাতীয় খাবার বেশী খেতে হবে। এলার্জি জাতীয় খাবার পরিহার করা উচিত।

চিকেন পক্স হলে নিয়ম মেনে চলা ও সঠিক চিকিৎসা নেওয়া অত্যান্ত জরুরী। চিকেন পক্স হলে গোটা গুলো খোঁটা যাবে না। এতে ক্ষত হতে পারে। ঘরের বাইরে না যাওয়া ভাল। পক্স হওয়ার ৫-৬ দিন পর নিমপাতা বেটে সাথে হলুদ মিশিয়ে পুরো শরীরে মেখে পর পর ৪-৫ দিন গোসল করতে হবে। দাগ দূর করার বিশেষ লোশন পাওয়া যায়। এগুলো লাগাতে পারেন। এ ছাড়া কচি ডাবের পানি দিয়ে মুখ ধোঁয়ালেও দাগ দূর হয়।

লেখক: তমিজ উদ্দিন চৌধুরী। চিকিৎসক, মডার্ণ ফার্মেসী, জিরোপয়েন্ট, ফাজিলপুর, ফেনী। ০১৬০৬৯১৬৩৯৪

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট