
ফেনী সদর উপজেলার ১০ নং ছনুয়া ইউনিয়নের কালা মিয়ার টার্নিং নামক স্হানে ছিনতাইয়ের শিকার Steadfast কুরিয়ারের ডেলিভারি ম্যান। রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ এ ঘটনা ঘটে। ডেলিভারি ম্যান সারাদিনের ডেলিভারি শেষ করে ফেনী অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তার সাথে যথেষ্ট পরিমান নগদ টাকা থাকে, এমন তথ্য নিশ্চিত হয়েই ছিনতাইকারীরা তাকে টার্গেট করে। পন্য ডেলিভারির সুবাদে তাকে চিনি। মিষ্টিভাষী ও সদালাপী এই ব্যাক্তির সাথে এমনটা হওয়া দুঃখজনক। করোনা পরবর্তী সময়ে কাপড়ের ব্যবসায় লোকসান করে ইউরোপ যাওয়ার চিন্তা করে। সেখানেও ধরা খায়। তার পর কুরিয়ারে ডেলিভারির চাকুরী নেয়। গত সপ্তাহেও কথা হয়ছে। বলছিল টাকা জমাচ্ছি। ইউরোপ এর চেষ্টা আবার করবো। এবার কুরিয়ারের টাকার ক্ষতিপূরণ দিয়ে সেই স্বপ্ন যাত্রায় আবারো বাধা পড়লো মনে হয়। যতদূর মনে পড়ে ফাজিলপুর ইউনিয়নের সাহাপাড়ায় তার নানার বাড়ী।