
তমিজ উদ্দিন চৌধুরী, ফাজিলপুর।
জুলাই গণঅভ্যুত্থানে ফেনী ফাজিলপুরের শহীদ সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করলেন ফেনী সদর-২ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকালে ফাজিলপুরের কলাতলীতে সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন। এসময় শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ এবং খোঁজখবর নেন।
এ সময় এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, এবি যুব পার্টির সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন ‘২৪ এর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেড় হাজার শহীদের রক্তস্নাত আজ বাংলাদেশ। শহীদরা আমাদের সম্পদ। শহীদদের ত্যাগ যেন বৃথা না যায় সেটাই আমাদের লক্ষ্য। এই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।