1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জাতীয় নির্বাচনী প্রচারনায় থাকছে না পোস্টার: ইসি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব ফেনী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনায় থাকছে না পোস্টার এর ব্যবহার, তবে লিফলেট বা হ্যান্ড বিল ব্যবহার করা যাবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ, প্রচারনায় পোস্টার না রাখার লক্ষে জাতীয় সংসদ নির্বাচনের আচরন বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়েই নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব বলেন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার।

সংস্কার কমিশনের প্রস্তাব এ রকমই। সে প্রস্তাবকে আমরা ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টি ও আছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো যাতে নিয়ন্ত্রণে থাকে, সে গুলোও ভাবছি । গুজব প্রমানে কঠোরতার সর্বোচ্চ টুলসগুলো ব্যবহার করা হবে। জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে।

নির্বাচনী প্রচারনায় পোস্টার ব্যবহার বন্ধে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নির্বাচনের সৌন্দর্য্য হারাতে পারে বলে মনে করছে অনেকে। তবে সাধারণ মানুষের মত ভিন্ন। পোস্টার লাগানো নিয়ে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। অনুমতি না নিয়ে বা জোর করে অন্যের দেওয়ালে পোস্টার লাগানো হয়। তাতে দেওয়ালের সৌন্দর্য নষ্ট হয়। পোস্টার টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ এর শক লেগে প্রায় দূর্ঘটনা ঘটে। পোস্টার ছাপাতে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হয়। তাই সাধারণ মানুষ এসব ব্যাপারে কার্যকর পদক্ষেপ চায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট