1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

পরশুরামের মধ্যম বেড়া বাড়িয়ায় রাতের আঁধারে সিএনজি ছুরি, থানায় অভিযোগ।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আজিমুল হাছান-ফেনী প্রতিনিধি।

 

পরশুরাম পৌর এলাকার মধ্যম বেড়া বাড়িয়া এলাকায় গভীর রাতে কবির আহম্মদ মাষ্টারের “জিহান নিহান” নামের একটি অন টেস্ট সিএনজি ছুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক তিনটার সময় কবির এর নিজ বাড়ি থেকে সিএনজি ছুরির ঘটনা হয়েছে বলে জানায় তার ভাই প্রবাসী হাফেজ আহাম্মদ। তিনি মুঠোফোনে বলেন রাত দুই টা পর্যন্ত বাড়িতে বড় ভাই কবিরের সাথে কথা হয়, তখন ও সিএনজি ঘরের সামনে ছিল, কিন্তু ভোর রাত ৪.৩০ মিনিটের সময় উঠে দেখে ঘরের সামনে তার সিএনজি টা নেই, তখন তিনি চিৎকার করে কান্নাকাটি করলে বাড়ির লোক জন উঠে আসে, কবির বলেন গাড়িটা তিনি দুই বছর আগে অন টেস্ট অবস্থায় ক্রয় করেন, তার গাড়ি তিনি নিজ হাতে চালাতেন বলে জানায়, আরও তিন চার বছর আগেও আরেকটি গাড়ি ছুরি হয় এবং পরে সেটা কাজিরবাগ এরিয়া থেকে উদ্ধার হয়।

তাৎক্ষণিক প্রায় পাগলের মতো ছোটাছুটি করে আশেপাশে গ্রাম সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে, কোন ধরনের সন্ধান না পেয়ে পরশুরাম মডেল থানায় একটি অভিযোগ করেন।

এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম জানান গাড়ির মালিক কবির আহম্মদ থানায় অভিযোগ দিয়েছেন, সাথে সাথে আমরা সরেজমিনে গিয়েছি, আমরা তদন্ত শুরু করছি, উদ্ধারের চেষ্টা চলছে, পরবর্তীতে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট