1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ফাজিলপুর ইউপি-শিবপুর রোডের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ।

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

ফাজিলপুর ইউপি-শিবপুর রোডের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও এডিবি এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এই গ্রামীন সংযোগ উন্নয়ন প্রকল্প (RCIP)। সদর উপজেলার অধীনে, ID No. 430293014 সড়কটির কার্যকরী দৈর্ঘ্য 4.228 কিমি, বরাদ্ধকৃত অর্থের পরিমান প্রায় 8,84,64,470 টাকা, অনুমোদিত ঠিকাদার মেসার্স নুর নবী ও আহমেদ কনস্ট্রাকশন জেবি, ফেনী।

অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার ও রাজনৈতিক প্রভাবশালীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এহেন জবাবদিহিতা হীন দায়সারা কাজ করে জনগনের টাকা হাতিয়ে নিচ্ছে।

নির্মাণকাজ শুরু হওয়ার পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় এবং কাজ বন্ধ থাকে। পরবর্তী সময়ে স্থানীয় ঠিকাদারগন কে ম্যানেজ করে কাজ শুরু করে এবং বিলম্বিত সময়ের সুযোগ নিয়ে বক্স কাটিং এর পর সাবগ্রেড ও আইএস জি যথাযথ ভাবে করে না এবং আরএ স্যান্ড ফিলিং করার সময় রোলার ব্যবহার হচ্ছে খুবই কম, পানি দেওয়া হচ্ছে না মোটেই। ১নং ইট ও পিকেট খোয়া এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইটভাটার বাতিল ও নিম্নমানের ইট ও খোয়া। বিভিন্ন স্থানে গার্ড ওয়াল গুলো করা হচ্ছে যেনতেন ভাবে। মোটা বালুর পারিবর্তে মসল্লা তৈরিতে ব্যবহার হচ্ছে নিম্নমানের ভরাট বালু। কোন বেইজমেন্ট ছাড়াই কাদা মাটির উপর ভিটিবালু ও সামান্য সিমেন্ট দিয়ে ইটের  গাথুনি করা হচ্ছে। কাঁচা ওয়াল এর উপর মাটি ও গাছের গুড়ি ফেলা হচ্ছে। ফলে ওয়ালে ফাটল ধরছে। কিউরিং নাই বল্লেই চলে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখভালো করা ও লোক পাঠানোর আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট