1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন স্থগিত।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন স্থগিত করেছেন ফেনীর সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক।

এডহক কমিটির তফসিল অনুযায়ী গভর্নিং বডির নির্বাচন এর তারিখ ছিল ২৩ শে মার্চ ২০২৫ ইং।

ফেনীর বিজ্ঞ আদালত অদ্য ২০শে মার্চ ২০২৫ ইং এই নির্বাচন স্থগিত করায় ২৩ তারিখ নির্বাচন হচ্ছে না। ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি, ঐতিহ্যবাহী জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ড. বেলাল উদ্দিন আহমেদ ফেনী সদর সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিলে ২০ মার্চ বিজ্ঞ বিচারক উভয়পক্ষে শুনানি আনতে নির্বাচন স্থগিত করেছেন।

বাদী পক্ষে মামলায় শুনানিতে অংশগ্রহণ করেন এডভোকেট জাকির হোসাইন, এডভোকেট সমির চন্দ্র কর, এডভোকেট মাহফুজুল হক ও অ্যাডভোকেট মেজবাহউদ্দিন চৌধুরী মোর্শেদ, বিবাদী পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন সরকারি কৌশলী এজিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন মজুমদার ও অ্যাডভোকেট জিয়াউল হক দুলাল।

ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচন কমিশনার মোঃ রাশেদুল আলম, ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), ফেনীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যুৎশাহী প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য, সহকারী অধ্যাপক আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য, মোঃ মাইনুদ্দিন খন্দকার অধ্যক্ষ ও সদস্য সচিব এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দেওয়ানি মামলা ৭৪/২৫ আনায়ন করেন। বিজ্ঞ আদালত বাদীর পক্ষের বক্তব্য শুনে বিবাদীগনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করে নির্বাচনের স্থগিতাদেশ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট