1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ফেনীতে তীব্র পানি সংকট। বৃষ্টিই হতে পারে একমাত্র সমাধান।

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব ফেনী। 

ফেনীর সদর উপজেলা, ফুলগাজী, সোনাগাজী সহ বিভিন্ন উপজেলার গ্রাম সমূহে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বন্যা পরবর্তী সময়ে মাছের আশায় পুকুর, খালবিল সেচ দিয়ে সব এখন খালি পড়ে আছে। 

প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নেমে গেছে ফেনীর ভূগর্ভস্ত পানির স্তর। ১ লাখ ৬৭ হাজার ৩৮৬টি নলকূপে উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে কয়েকটি উপজেলায়। এসব এলাকায় প্রায় ৭০ শতাংশ টিউবওয়েলে পানি নেই। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

জেলার কয়েকটি উপজেলার নলকূপ, পুকুর, খাল-বিলসহ কোথাও নেই পানি। ফলে অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বৃষ্টি একমাত্র সমাধান বলে জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানান, অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভুগর্ভের পানির স্তর নেমে গেছে। জলবায়ু পরিবর্তন, কৃষি কাজে ভূর্গস্থ পানির অধিক উত্তোলনের ফলে প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। যার ফলে শুষ্ক মৌসুমে অধিকাংশ নলকূপে পানি উঠে না। বৃষ্টি হলে পানির স্তর উপরে উঠে যাবে, তখন পানি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট