
তমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক, ভয়েস অব ফেনী।
মশিউর রহমান বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) জাতীয় নির্বাহী কমিটির সদস্য। গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের আন্দোলনে আওয়ামীলীগ ও পুলিশী হামলা-মামলার শিকার হয়েছেন বহু বার। ২০১৪ সালে ফাজিলপুরে নিজ জন্মভূমিতে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। তার নামে রয়েছে প্রায় অর্ধশত মামলা।
মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সন্তান। তার পিতার নাম আবদুল হাই, মাতার নাম সৈয়দা সামশুন নাহার। স্কুল জীবন থেকেই জড়িয়ে ছিলেন BNP’র রাজনীতিতে। ফাজিলপুর থেকে SSC ফেনী থেকে HSC শেষ করার পর ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তখন পুরোপুরি সক্রিয় হন ছাত্র রাজনীতিতে। ছাত্র জীবন শেষ করে যুবদল, সেচ্চাসেবক দল হয়ে স্থান করেনেন মূলদল বিএনপিতে।
বর্তমানে তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য। গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে রাজপথে তিনি ছিলেন তার নামের মতই বিপ্লবী। এই কৃতি মানুষটিকেই আগামী নির্বাচনে ফেনী সদর (২) আসন থেকে BNP প্রার্থী হিসাবে দেখতে চায় ফেনীর আপামর জনসাধারণ।