1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

“মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া” (উত্তর ফাজিলপুর লস্কর তালুক নুরানী মাদ্রাসা) আরো একটি ঈর্ষণীয় মাইলফলক অর্জন!

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব ফেনী।

২০২৪ সালের “ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রতিবছরের মতো ধারাবাহিকতা বজায় রেখে এবারও উত্তর ফাজিলপুর লস্করতালুক এর প্রতিষ্ঠান “মাদ্রাসা মোহাম্মাদিয়া আরাবিয়া ” শিক্ষার্থীরা অর্জন করেছে গৌরবময় ঈর্শনীয় সাফল্য!

এই বছর আমাদের ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলসহ মোট ২৩ জন বৃত্তি অর্জন। যা আমাদের জন্য গর্বের ও আনন্দের!

এই অর্জন শুধু ফলাফল নয়, এ এক দীর্ঘ যাত্রার নাম- যেখানে ছিলো অধ্যবসায়ের দৃষ্টান্ত, ওস্তাদদের নিরলস ও অক্লান্ত পরিশ্রমের ফসল আর তাঁদের নীরব ত্যাগ। আজ সেই যাত্রার একটি মাইলফলক আবারো ছুঁয়েছি আমরা। মহান আল্লাহ ওস্তাদদের এই পরিশ্রমের উত্তম বিনিময় দান করুন।

আমরা গর্বিত, কৃতজ্ঞ, অনুপ্রাণিত- তারই সাথে আমাদের এই প্রচেষ্টা থেমে যাবে না। কারণ প্রতিটি সফলতার পরেই তো জন্ম নেয় নতুন স্বপ্ন…

আয়োজনে: ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন।

কেন্দ্র :-ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ফেনী সদর, ফেনী।

উল্লেখ্য অত্র কেন্দ্রে ট্যালেন্টফুল প্রাপ্ত ৭জনই এই প্রতিষ্ঠানের এবং বৃত্তিপ্রাপ্ত ৩২ জনের মধ্যে ২৩জন।

অভিনন্দন শিক্ষার্থীদের কে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সাফল্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট