
গুম-খুনে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা কে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন সিস্টেম প্রিজন ভ্যানে করে সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হয়েছে।
সকাল হওয়ার আগেই ট্রাইব্যুনালে আনা হয়েছে গণহত্যাকারী গুমের সঙ্গে জড়িত হাসিনার পালিত সেনাসদস্যদের। মিডিয়া যেন কভারেজ না দেয় তাই গোপনে আনা হয় তাদের।
এখন প্রশ্ন দাঁড়ায়
১) শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান কোথায় থেকে এল ?
২) গুম-খুনে অভিযুক্তদের জামাই আদর কারা করছে ?
৩) বিচারে আইনও কি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে পড়বে ?
৪) যদি জেলে প্রেরন করা হয়, তাদের কি ডিভিশন দেওয়া হবে ?
আলাদা রুম, ভালো মানের বিছানা, তোষক, বালিশ, টেবিল, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র ?