
২৯টি বৃত্তিতে বাজিমাত! ফেনীর শীর্ষে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া।
ফেনী জেলা নূরানী মাদ্রাসা এসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষায় সাফল্যের নতুন রেকর্ড গড়েছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া। প্রতিষ্ঠানটি থেকে ২য় ও ৩য় জামাতের মোট ২৯ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মাদ্রাসার ক্ষুদে মেধাবীদের এই জয়যাত্রায় ২য় জামাত থেকে ১১ জন এবং ৩য় জামাত থেকে ১৮ জন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। অর্জিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী:
১ম স্থান : মোট ৯ জন (২য় জামাত ৩ জন ও ৩য় জামাত ৬ জন)।
২য় স্থান: মোট ৮ জন (২য় জামাত ২ জন ও ৩য় জামাত ৬ জন)।
৩য় স্থান: মোট ১২ জন (২য় জামাত ৬ জন ও ৩য় জামাত ৬ জন)।
উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানটি গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও ফেনীর দক্ষিণ-পূর্ব অঞ্চলে সর্বোচ্চ বৃত্তি লাভের গৌরব অর্জন করেছিল। ধারাবাহিক এই সাফল্যে স্থানীয় সুধীমহল ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের সুশৃঙ্খল তদারকি, উন্নত শিক্ষাপদ্ধতি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই এই বিশাল সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।